চট্টগ্রামে কোরিয়ান রেস্টুরেন্ট অনির্দিষ্টকালের জন্য সীলগালা, দুটি ফ্লাট লকডাউন

- আপডেট সময় : ০৪:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের খুলশি এলাকায় একটি কোরিয়ান রেস্টুরেন্ট অনির্দিষ্টকালের জন্য সীলগালা করাসহ চান্দগাঁওয়ের করোনা আক্রান্ত রোগীর স্বজনদের দুটি ফ্লাট লকডাউন করেছে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি টিম।
সকালে বিদেশ ফেরত নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিতকরাসহ করোনা ভাইরাস মোকাবিলায় জনসমাগম ঠেকাতে টহলের এক পর্যায়ে রেষ্টুরেন্টটি সীলগালা করা হয়। এর আগেই চাঁন্দগাওয়ের দুটি ফ্লাট লকডাউন ঘোষণা করা হয়। অভিযানের নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, করোনা ভাইরাস মোকাবিলায় সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে ইমিগ্রশন থেকে সরবরসহ করা ঠিকানায় অধিকাংশ বিদেশ ফেরত নাগরিককে পাওয়া যাচ্ছে না। তথ্য গোপন করে বিদেশ থেকে আসা নাগরিকরা যাতে সাধারণ মানুষের সাথে মিশে যেতে না পারে, সেটা ঠেকানোই এখন প্রধান চ্যালেঞ্জ বলেও জানান তিনি। পরে বিদেশ ফেরত নাগরিকদের বাসা বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয় জেলা প্রশাসনের টিমটি।