চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার প্রধান আসামী হেলালউদ্দিন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে এক স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে একটি দুর্গম চা বাগানে নিয়ে ৯ জন মিলে গণধর্ষণ করে। বিকেলে স্থানীয়রা ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সন্ধ্যায় হেলালকে প্রধান আসামী করে মামলা দেয় নির্যাতিতা ওই ছাত্রীর পরিবার। রাতে হেলালকে ধরতে ভুজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে দক্ষিণ ভুজপুর এলাকায় অভিযানের সময় পুলিশের ওপর হামলা চালায় হেলালের সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় হেলালসহ তিন ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। হাসপাতালে নেয়া হলে হেলালকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।