চট্টগ্রামে অবৈধ ইট ভাটায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। এসময় কাট্টলী ও বায়েজিদ এলাকার তিনটি ইটভাটাকে উচ্ছেদ করা হয়।
সিটি কর্পোরেশন এরিয়ায় ইট ভাটা তৈরির কোন নিয়ম নেই। তারপরও বন বিভাগের সংরক্ষিত এলাকায় ইট ভাটা তৈরি করায় কে এম এল ব্রিকস গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া তাদের সকল মালামাল জব্দ করে তা নিলামে বিক্রি করার প্রস্তুতি চলছে। পরিবেশ ও বন বিভাগের ছাড়পত্র ও অনুমতি না থাকায় এর আগেও এই ইট ভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বন বিভাগ। এসময় অবৈধভাবে গড়ে উঠা তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে সেগুলোও উচ্ছেদ করার কথা জানান-জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। পরে নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় আরও দুটি অবৈধ ইট ভাটায় উচ্ছেদ কার্যক্রম চলানো হয়।



















