চট্টগ্রামের ফটিকছড়িতে ১৪৪ ধারা জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফটিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচিতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রসাশন।
সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফটিকছড়ি সরকারি কলেজ ও বিবিরহাট বাজারের ২শ’ গজ এলাকায় লোক সমাগম ও লাঠি ও অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। ফটিকছড়ির ইউএনও জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের পক্ষ থেকে একইসময় একই ধরনের কর্মসূচী ঘোষণার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা ফটিকছড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মসূচির জন্য নির্ধারিত এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়।











