চট্টগ্রামের পতেঙ্গায় পুকুরে পড়ে যাওয়া লরির নিচ থেকে মামা ভাগ্নের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৩৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৯১৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া কন্টেইনার বাহি লরির নিচ থেকে মামা ভাগ্নের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় আহত আরো চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল গভীর রাতে পতেঙ্গার বাটারফ্লাই পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান রাত সাড়ে আটটার দিকে একটি কন্টেইনার বাহি লরি বন্দরের ডিপো থেকে পতেঙ্গার দিকে যাওয়ার পথে শাহ আমানত বিমানবন্দর পার হয়ে বাটারফ্লাই পার্কের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় সানি ও সাকিব নামের দুইজন লরির নিচে চাপা পড়ে। সম্পর্কে তারা মামা ভাগ্নে। একই ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই ফায়ার সার্ভিস। রাতভর উদ্ধার অভিযান চালানোর পর ভোরে কনটেইনারবাহী লরিটি উদ্ধার হলে লরির নিচে চাপা পড়া মামা ভাগ্নের মরদেহ উদ্ধার করা হয়।



























