চট্টগ্রামের ডবলমুরিং থেকে ছিনতাইকারী চক্রের প্রধান তাজুলসহ ৮ জনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ডবলমুরিং থেকে ছিনতাইকারী চক্রের প্রধান তাজুলসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোরে তাদের গ্রেফতারের পর সকালে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দুইটি মিনি কাটার ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মোহসিন জানান, গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা গ্রুপ নিয়ে ঘোরাফেরা করে। দীর্ঘদিন ধরে টার্গেট নির্ধারণ করে ঘিরে ধরে যাত্রীবাহি বাসে বিভিন্ন কৌশলে মোবাইল ছিনতাইসহ মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেয়।























