চট্টগ্রামের চান্দগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৯৮০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের চাঁন্দগাও এর হামিদচরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে মো. রিয়াদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হন ৮ জন।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।গতরাতে হামিদচর শাহজী মাজার সংলগ্ন নির্মাণাধীন বেড়িবাঁধে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, একাধিক হত্যা মামলার আসামি বাবুলের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে স্থানীয়দের উপর অতর্কিত হামলা চালাতে আসলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। হামলায় ৯ জন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেয়ার পথে রিয়াদ নামে একজন মারা যান।