চট্টগ্রামের খুলশিতে ট্রেন-বাস-অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ নিহত তিন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের খুলশি থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় বাস ও সিএনজি-চালিত অটোরিকশা এবং ডেমো ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আশিক জানান, চট্টগ্রামের খুলশিতে পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পুলিশ সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম ও চট্টগ্রামের ফটিকছড়ির বাহাউদ্দীন সোহাগ। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের সিগন্যাল অমান্য করে রেলক্রসিং পার হতে গিয়ে অটোরিকশা ও বাসটি ডেমু ট্রেনের সামনে পড়ে যায়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। আহত হয় বাসযাত্রীরা।