চট্টগ্রামের কোতোয়ালী থানা জামায়াতের আমির ফরিদুল আলমসহ ৪৯ নেতাকর্মীকে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের টেরিবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কোতোয়ালী থানা জামায়াতের আমির ফরিদুল আলমসহ সংগঠনের ৪৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সকালে কোতোয়ালী থানার সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার জসিম উদ্দিন জানান, গতকাল রাতে আল বয়ান হোটেলের গোপন কক্ষে অভিযান চালায় পুলিশ। সন্দেহ হওয়ায় বৈঠক থেকে ৪৯ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এর মধ্যে জামায়াত ও শিবিরের বিভিন্ন কমিটির পদধারী নেতা রয়েছেন অন্তত: ১০ জন। জাতীয় নির্বাচন ঘিরে নগরীতে নাশকতা ছাড়াও দলের সদস্যরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।