ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বরগুনায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৬২৮ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বরগুনায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটানা তিনদিন বৃষ্টি থাকায় উঠতি আমন ধান ও শীতকালীন সবজিসহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
নানা প্রতিকূলতার মধ্যেও বরগুনায় এবছর ভালো ফলন হয়েছিল আমনের। ধান পাকার আগ-মুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন না বলে আশঙ্কা করছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, চলতি বছর জেলায় ৯৯ হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।
ঢাকার ধামরাইয়ে এবার প্রায় ৫ হাজার ২শ’ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কিন্তু, টানা তিন দিনের বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতির আশংকা করছে চাষীরা। অতি বৃষ্টি ও দমকা হাওয়ায় সরিষা গাছ হেলে পড়েছে মাটিতে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হাসান জানান, দ্রুত জমি থেকে পানি নামিয়ে দিতে হবে। বৃষ্টিশেষে ছত্রাকমুক্ত বিষ জমিতে দিলে সরিষার তেমন কোন ক্ষতি হবে না।


















