ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ১৮৫৮ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টায় হেলিকপ্টারে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার দুর্গত এলাকা পরিদর্শন করবেন। সময় পেলে যাবেন খুলনায়। সেখানে ত্রাণ বিতরণও করবেন তিনি। এরপর বিকেল ৩টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রেমাল। ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল, ভেঙে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ভেঙে তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অসংখ্য এলাকা। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়ীতে ফিরলেও আতংক কাটেনি উপকূলবাসীর।