ঘুমধুম সীমান্তে গুপ্তচর সন্দেহে মিয়ানমারের দুই নাগরিক আটক
- আপডেট সময় : ০৭:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে গুপ্তচর সন্দেহে মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য দীল মো. ভুট্টো বলেন, সীমান্তের কাছে সন্দেহজনক অবস্থান করায় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তারা মুসলিম না রাখাইন বা কেন তাদের আটক করা হয়েছে তা জানা যায়নি। দুই মাস ধরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, উখিয়ার পালংখালি ও টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তীব্র সংঘর্ষ চলছে। এর মধ্যে কয়েকবার সেখানকার মর্টার শেলসহ গোলাবারুদ বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে একজন রোহিঙ্গা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণেও একজন নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কয়েকবার মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।















