ঘরের মাঠে হেরেও শেষ আটে টিকে গেছে লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ঘরের মাঠে হেরেও শেষ আটে টিকে গেছে লিভারপুল। নিজ আঙিনায় হেরেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে লিভারপুল।
প্রথমার্ধের মলিনতা কাটিয়ে অসাধারণ এক গোলে লড়াই জমিয়ে তোলার আভাস দেন লাউতারো মার্তিনেস। কিন্তু পরক্ষণে আলেক্সিস সানচেস বহিষ্কার হওয়ায় আর কোনো নাটকীয়তার জন্ম দিতে পারেনি ইন্টার মিলান। অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে ইতালিয়ান ক্লাবটি। তবে প্রথম লেগে ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল।










