ঘরের মধ্যেই ক্রিকেট চর্চা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ঘরের মধ্যে অলস সময় মাঝেও নিজেকে ফিট রাখার কাজটা ঠিক মতো করে যাচ্ছেন জাতীয় দলের নির্ভারযোগ্য ক্রিকেটার মুশফিকুর রহিম। খোলা মাঠে ব্যাটিংয়ের সুযোগ না থাকলেও, ঘরের মধ্যেই নিজের ক্রিকেট চর্চা চালাচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘরে অনুশীলন করা এমন ভিডিও আপলোড করেছেন মুশফিকুর রহিম। পাশাপাশি নিরাপদে থাকতে সকলকে ঘরে থাকার অনুরোধ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। করোনাভাইরাসের কারণে বেশ কয়েকদিন ঘরেই অবস্থান করছেন মুশফিক। তাই ফিটনেস ধরে রাখতে ঘরেই অনুশীলন করছেন তিনি। সে জন্য সাতদিনের রুটিনও বানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যা অনুসরণ করছেন প্রতিদিন। রুটিন অনুযায়ী আজ জিম সেশনের পাশাপাশি ব্যাটিং ও উইকেট কিপিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম।