ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশের বিভিন্ন জেলা
- আপডেট সময় : ০১:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা। এতে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
শীত ও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রী সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মাঝারি শৈত্য প্রবাহ চলবে আরো কয়েকদিন।
দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় টানা ৪ দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাসে জুবুথুবু হয়ে পড়েছে জেলার জনজীবন।
দ্রুত নিচে নামছে দিনাজপুরে তাপমাত্রা পারদ। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় বইছে মৃদু হিমেল হাওয়া। এতে বেশ বিপাকে পড়েছেন সর্বস্তরের মানুষ।
ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস আর শৈত্য প্রবাহের কারণে আবারও স্থবির হয়ে পড়েছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের জন-জীবন। কনকনে ঠান্ডায় তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী, নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না।
উত্তরের জনপদ চুয়াডাঙ্গা, পাবনায় শুরু হয়েছে মাঝারী শৈত্যপ্রবাহ। নেত্রকোনায় সন্ধ্যার পর থেকে শুরু হয় ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা। গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ থাকায় তীব্র শীতে জনজীবন বিপযর্স্ত



















