গ্রীন লাইন পরিবহনের একটি বাস থেকে তিনটি পুরাকীর্তি উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজায় কলকাতা-ঢাকা রুটের গ্রীন লাইন পরিবহনের একটি বাস থেকে তিনটি পুরাকীর্তি উদ্ধার করা হয়েছে।
শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান, কলকাতা থেকে ছেড়ে আসা গ্রীন লাইনের বাসটিতে অভিযান চালিয়ে শত বছরের পুরোনো মূল্যবান ৩টি সিংহের মূর্তি উদ্ধার করা হয়।
এ সময় কারুকাজ করা ১টি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তিসহ দু’টি ভিডিও ক্যামেরা উদ্ধার হয়।
তিনি আরও জানান, এসব মূল্যবান পুরাকীর্তি পরিবহনের অভিযোগে যাত্রী জসিম উদ্দিনকে আটক করা হয়।
এসব পণ্যের কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। উদ্ধার করা মালামাল পদ্মা দক্ষিণ থানায় নিয়ে যায় পুলিশ।