গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট ও এবি ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- আপডেট সময় : ০৮:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
এবি ব্যাংকের কার্ড গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেবে গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট। বিকেলে এ বিষয়ে এবি ব্যাংকের হেড অফিসে গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তিতে গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টে, এবি ব্যাংক থেকে প্রাক-অনুমোদিত ক্রেডিট ও ডেবিট কার্ড, গ্রাহকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়ার কথা উল্লেখ করা হয়।
রোববার বিকেলে রাজধানীর গুলশানে এবি ব্যাংকের হেড অফিসে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান এবং এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক শামসুল আলম পান্থ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় উপস্থিত ছিলেন এসএ টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন।
চুক্তিতে গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট সিলেট, রংপুর এবং মিরপুর গ্রান্ড ক্লাবে এবি ব্যাংকের কার্ড গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা উপভোগ করার কথা উল্লেখ করা হয়।
সমঝোতা স্মারক সই শেষে এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক শামসুল আলম পান্থ বলেন, গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টের মধ্যে যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা নি:সন্দেহ এবি ব্যাংকের গ্রাহকদের অনুপ্রেরণা যোগাবে।
এসময় উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










