গ্যাস সংকটে দুটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সার আমদানি করতে হচ্ছে : কৃষিমন্ত্রী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
 - / ১৭২৮ বার পড়া হয়েছে
 
গ্যাস সংকটে দুটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায়, সার আমদানি করতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সার সংকট তৈরি হয়েছে। তবে, আমদানির বিকল্প হিসেবে কানাডার সাথে কথা হয়েছে। বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ায় বেশি দামে সার কিনলে ভর্তুকি অব্যাহত থাকবে বলে জানান তিনি। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রথমবারের মতো চারটি ক্যাটাগরিতে ১৩ জনকে ‘এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন- এআইপি’ কার্ড দেবে সরকার। আগামীতে এই সংখ্যা বাড়িয়ে করা হবে ৪৫। কার্ডধারী ব্যক্তিরা সিআইপির সমমর্যাদার সুযোগ-সুবিধা পাবেন বলে জানান কৃষিমন্ত্রী।
																			
																		














