গোয়েন্দা পুলিশের ৪ সদস্যের প্রতিনিধি দল কোলকাতায়
- আপডেট সময় : ০৬:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / ১৮১৮ বার পড়া হয়েছে
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুণ অর রশিদ। ভারতে গ্রেপ্তার কসাই জিহাদসহ অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের ৪ সদস্যের প্রতিনিধি দল কোলকাতা যাওয়ার সময় ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ হারুণ অর রশিদ জানান, শাহীন আমেরিকায় পালিয়েছেন বলে ধারণা করছেন তারা। সোহান খানের প্রতিবেদন।
সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ড তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে ৪ সদস্যর একটি প্রতিনিধি দল কলকাতায় যান। হত্যাকাণ্ডের মোটিভ ও প্রয়োজনীয় তথ্য উদঘাটনে জিহাদ হাওলাদার ওরফে কাসাই জিহাদসহ গ্রেফতার অন্য আসামীদের জিজ্ঞাসাবাদ করবেন তারা। দলে রয়েছেন ডিবির ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান। সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা প্রধান জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে ইন্টারপোলে আবেদন করা হবে। কলকাতায় পৌঁছে গোয়েন্দা প্রধান জানান, প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করে ভারতীয় পুলিশের অনুমতি নিয়ে ভারতে গ্রেপ্তার আসামীদের জিজ্ঞাসাবাদ করবে ডিবি’র তদন্ত দল।
দুই দেশের গোয়েন্দাদের অনুসন্ধান ও তথ্য বিনিময়ের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে করা সম্ভব হবে বলে মনে করেন মোহাম্মদ হারুণ অর রশিদ । এদিকে, তদন্ত শেষে আজকে কলকাতা পুলিশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে বলে জানিয়েছে ডিবি।

















