গোপালগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

- আপডেট সময় : ০৪:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজ সেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচী পালন করে।
“বাংলা ইশারা ভাষার প্রচলন-বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন” এ প্রতিপাদ্য মনিয়ে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় রেলিটি। পরে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে দুইজন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী শিশু, অভিভাবক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
নড়াইলে বাংলা ইশারা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের
সামনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ১৫ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও একজন প্রতিবন্ধীকে শ্রবণযন্ত্র প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এসব উপকরণ বিতরণ করেন।