গোপালগঞ্জে ডাক্তার দম্পতির উপর হামলায় ইলিয়াছ হকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে ডাক্তার দম্পতির উপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াছ হকসহ ৫ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
গতকাল নির্মাণাধীন বাড়ীর কাজ দেখতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা: চিন্ময় দত্তের উপর ৮/১০ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়। খবর পেয়ে তার স্ত্রী সঞ্চিতা দত্ত তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিসার জন্য তাদেরকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই ডাক্তারের স্ত্রী সঞ্চিতা দত্ত বাদী হয়ে ইলিয়াছ হক ও তার ভাই মাহমুদ হকের নাম উল্লেখসহ আরো ৫ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।
















