গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় জড়িতদের শাস্তি পেতেই হবে: অন্তর্বর্তী সরকার

- আপডেট সময় : ০৭:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১৭৪১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ হামলাকে মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেছে তারা। হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ বুধবার (১৬ জুলাই) বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া এবং নেতাকর্মীদের ওপর হামলা নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল। এ ধরনের ঘটনায় সরকার অত্যন্ত উদ্বিগ্ন।”
বিবৃতিতে আরও বলা হয়, “গণতন্ত্রে সকল রাজনৈতিক দলের মতপ্রকাশ ও সমাবেশের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের একটি জনসভায় অংশ নিতে গেলে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনও।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
সরকারি বিবৃতিতে সুষ্ঠু ও সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।