গোপালগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৭১৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। গেলো গভীর রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া রোডের একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।
সদর থানার উপ-পরিদর্শক বিশ্বজিত ঘোষ জানান, তুচ্ছ বিষয়ে রুবেল সিকদারের সঙ্গে স্ত্রী রোজিনা বেগমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এক পর্যায়ে স্ত্রীর গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত রোজিনা বেগম সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কালাম মোল্লার মেয়ে।