গোপালগঞ্জে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
এ সময় এদের কাছ থাকা ১১টি মোবাইল সেট, সিম, ৫টি বিকাশ রেজিস্টার ও বিকাশ প্রতারনার অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, এই প্রতারক চক্র বিভিন্ন কৌশলে জেলার লোকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরে প্রতারিতদের কাছ থেকে অভিযাগে পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ, ফরিদপুর এবং মাদারীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সরঞ্জামসহ বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্য গোবিন্দ শীল, মো: শামসুল হক ওরফে হামিম খান, মো: হুসাইন মীর, জয়নাল আবেদীন ফকির ও সুশান্ত মন্ডলকে গ্রেফতার করা হয়।