গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সং’ঘর্ষ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
 - / ১৮৯৮ বার পড়া হয়েছে
 
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৫জন। গেল রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাঝিগাতীতে এ দুর্ঘটনা ঘটে ।
মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহীবাস ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। এসময় মাঝিগাতী পৌঁছালে বিপরীত দিক থেকে যশোর ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে বিআরটিসির চালক নিহত
হন। এসময় আহত হন দুই বাসের অন্তত ১৫ যাত্রী। মারাত্মক আহত ৮জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘন্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।
																			
																		
















