গেল ২৪ ঘণ্টায় করোনায় সারাদেশে আরও ২শ’ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেশে ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল। এরই ধারাবাহিকতায় গেল ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২শ’ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ হাজার ৩২৫ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয়, সারাদেশে ২৪ ঘন্টায় সরকারি ও বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ৪০ হাজার ৯৮২টি নমুনা সংগ্রহ ও ৩৯ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়। আর এতে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৫৭৯ জন। ফলে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জনে। এছাড়া নতুন ৯ হাজার ৯৯৭ জনসহ এ পর্যন্ত ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।