গৃহবন্দী তারকা খেলোয়াড়রা

- আপডেট সময় : ০৮:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। যার প্রভাবে গৃহবন্দী তারকা খেলোয়াড়রা। ঘরে বসে কারো সময় কাটছে সন্তানের সঙ্গে। কেউ ব্যস্ত থাকছেন ভিডিও গেমস নিয়ে। ফিটনেস ধরে রাখতে কেউ আবার ঘরকেই বানিয়েছেন জিম। করোনাভাইরাস থেকে সুস্থ থাকতে পরামর্শও দিচ্ছেন কেউ কেউ।
শূন্য খেলার মাঠ। সবুজ ক্যানভাস যেন ধূসর। নিয়মিত যে গ্যালারি ফেটে পড়তো উচ্ছ্বাসে। তাও আজ নিশ্চুপ। স্টেডিয়াম থেকে হঠাৎ উধাও প্রাণের স্পন্দন।
মাঠজুড়ে নেই খেলোয়াড়দের আধিপত্যের লড়াই। দু’দিন আগেও যারা মাঠ কাঁপিয়েছেন। কথার যুদ্ধে ঘায়েল করার চেষ্টা করেছেন প্রতিপক্ষ শিবিরকে। তারাও এখন চলে গেছেন অন্তরালে। এক মহামারী থামিয়ে দিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনকে।
তবে, অবসর সময় নিজেদের জায়গা থেকে এতটুকু সরে যাননি ক্রিকেটাররা। দুধের স্বাদ ঘোলে মেটাতেই যেন বদ্ধ চার দেয়ালে ফিটনেস ধরে রাখায় চেস্টায় ইংলিশ পেসার জিমি আন্ডারসন।
অবসরের সময়টা বেশ উপভোগ করছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবারাইজ সামসি, ভারতীয় পেসার মোহাম্মদ সামি আর ইংল্যান্ডের জোফরা আর্চার। মেয়ের সঙ্গে পারিবারিক জিমে সময় দিচ্ছেন সামসি, ভিন্ন প্রাণীর ভালবাসায় সিক্ত সামি। আর ভিডিও গেসমে সময় কাটাচ্ছেন জোফরা আর্চার।
থেমে নেই নারী ক্রিকেটাররাও। ভারতের হারমানপ্রীত, দক্ষিণ আফ্রিকার মারিজানে। কেউ ঘরে কেউবা ভ্রমণে।
তবে, ভিন্ন পথে দুই কিংবদন্তী শচিন টেন্ডুলকার আর ব্রায়ান লারা। করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের সাবেক এই ক্রিকেটার।