গৃহবধুর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবী করায় ৪ জনকে গ্রেফতার

- আপডেট সময় : ০১:৪৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জোরপুর্বক এক গৃহবধুর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবী করার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৮ জুন সন্ধ্যায় শহরের চাকলাপাড়ায় একগৃহবধুকে জোরপুবর্ক আপত্তিকর ছবি ধারণ করে সানি, শাওন, মারুফ ও সোহান নামের ৪ যুবক। তার আপত্তিকর ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগির কাছে টাকা দাবী করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগি পুলিশ সুপারের কাছে অভিযোগ দিলে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিডিও ধারণকারী মোবাইল ফোন।
এদিকে, মাদারীপুরের রাজৈরে ইকবাল মোল্লা নামে এক ব্যক্তিকে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজৈর থানার ওসি শওকত জাহান জানান, গত মঙ্গলবার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় ব্রিজের উপর রক্ত ও ধানক্ষেতে ইকবাল মোল্লার রক্তাক্ত মরদেহ উদ্ধার পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এরপর পুলিশ তদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখারপাড় গ্রামের মর্তুজা মোল্লার ছেলে আজাদ ও মহেন্দ্রদী গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃত দুজন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান ওসি।