বাড়ী ফেরার পথে দুই ভাইকে কুপিয়ে হত্যা

- আপডেট সময় : ১২:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
গাজীপুর সদর উপজেলার বাঙালগাছ এলাকায় মাছ ধরে বাড়ী ফেরার পথে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
নিহত শফিকুল ইসলামের স্ত্রী সুমাইয়া জানান, তার স্বামী বলাকা বাসের হেলপার ছিল। বিকেলে বাসা থেকে বড়শি দিয়ে মাছ ধরতে যান তিনি। স্বামী মারথোরের খবর পেয়ে ঘটনাস্থলে এগিয়ে তার স্বামী ও দেবরের মরদেহ দেখতে পান। গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, অপরাধীদের ধরতে অভিযান চলছে।
এদিকে, ঝিনাইদহে এক গৃহবধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয় এক প্রতিবেশী। পরিবারের দাবী- উত্যক্তের প্রতিবাদ করায় ওই প্রতিবেশী তাকে হত্যা করেছে। আর পুলিশ বলছে, পরকীয়ার কারণে এই হত্যা।
এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। স্বজনরা জানায়, ভোরে সদর উপজেলার রাজাপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী ওজোলা খাতুন ঘর থেকে বের হলে প্রতিবেশী আব্দুল করিম তাকে কু-প্রস্তাব দেয়। এসময় ওজোলা খাতুন আব্দুল করিমকে গলায় হাসুয়া দিয়ে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল করিম ওজোলা খাতুনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।