গৃহপরিচারিকা ধর্ষণের অভিযোগে আবির নামে এক ধর্ষককে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
যশোরের শার্শার নাভারন রেল বাজার এলাকায় গৃহপরিচারিকা ধর্ষণের অভিযোগে আজমল ফাহিম আবির নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ।
ওই ধর্ষিতা গৃহপরিচারিকা গত ৫ মাস ধরে আবিরদের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। গতকাল সন্ধ্যায় বাড়িতে একা পেয়ে যুবতী গৃহপরিচারিকাকে করে ধর্ষণ করে। ধর্ষণের পর ভিকটিম নিজে বাদী হয়ে শার্শা থানায় মামলা করলে পুলিশ রাতেই তাকে নিজ বাড়ি থেকে আটক করে। আটক আবির শার্শা উপজেলার নাভারনে রেল এলাকার হাজী এনামুলের হোসেনের ছেলে। শার্শা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম খান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গৃহ পরিচারিকা আবিরের বিরুদ্ধে শার্শা থানায় ধর্ষণের একটি মামলা করে। পরে গেলরাতে ধর্ষককে তার বাড়ি থেকে আটক করা হয়।
























