গুলশান-১ এলাকায় গুলির ঘটনায় ৩ জন গ্রেপ্তার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
 - / ১৭২৮ বার পড়া হয়েছে
 
রাজধানীর গুলশান-১ এলাকায় গুলির ঘটনায় মামলা হয়েছে থানায়। গুলিতে আহত আমিনুল ইসলাম রোববার মধ্যরাতে মামলা করেন।
এই মামলায় ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অভিযুক্ত আব্দুল ওয়াহিদ মিন্টুসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন, মনির আহমেদ ও আরিফ হোসেন। সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ওসি ফরমান আলী জানান, রাতেই ভুক্তভোগী আমিনুল ইসলাম গুলশান থানায় বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তদের রিমান্ড আবেদনসহ আজ আদালতে পাঠানো হয়েছে তাদের।
																			
																		














