গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের নির্দেশনার অভিযোগে এক কর্মীসহ বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বিকেলে ঢাকার রায়ের বাজারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর কন্যা ও গয়েশ্বর রায় চৌধুরীর পুত্রবধূ- নিপুণ রায় চৌধুরী হেফাজতের ডাকা হরতালে দলীয় ক্যাডারদের মোবাইল ফোনে গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন বলে অভিযোগ করা হয়েছে। তার নির্দেশ পালনকারী কেরানীগঞ্জের বিএনপি নেতা আরমানকেও গ্রেপ্তার করে রেব। পুলিশ জানায়, মুঠোফোনে হরতালে বাসে বা যে-কোন যানবাহনে আগুনের ঘটনা ভিডিও করে পাঠাতে বলেন নিপুণ।