জুতা শ্রমিক থেকে জনপ্রতিনিধি; সংগ্রামী নাজমা বেগমের গল্পগাঁথা
- আপডেট সময় : ০৫:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
জুতা শ্রমিক থেকে নারী কাউন্সিলর, সংগ্রামী নারী নাজমা বেগম। টানাটানির সংসারের হাল ধরতে ১৯৯১ সালের শেষ দিকে সামাজিক নানা বাধা উপেক্ষা করে যোগদেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নামের একটি রপ্তানীমুখী জুতা তৈরি কারখানায়। সেখানে চাকুরি করেন টানা ১৪ বছর। এরপর কয়েক বছর খাবার হোটেলের ব্যবসা করেন। এরপর শুরু করেন ডিমের আড়তের ব্যবসা। এবার তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে।
৬ বোন ও ৫ ভাইয়ের সবার ছোট তিনি। ১৯৮৮ সালে পারিবারিকভাবে বিয়ে করেন হতদরিদ্র এক ব্যক্তির সাথে। শ্বশুড়বাড়ির নিষেধ সত্ত্বেও তিনবছর পর অ্যাপেক্স ফুটওয়্যারে লাস্টিং সেকশনে মাত্র ৬০০ টাকা বেতনে চাকরি নেন। টানা ১৪ বছর একই কারখানায় কাটিয়ে হোটেল ব্যবসা, ডিম বিক্রি সবদিকেই হেঁটেছেন জীবিকা নির্বাহে। নাজমার সংগ্রামী জীবন ধৈর্য এবং সততার সঙ্গে নিজ কর্ম প্রচেষ্টায় এখন দিন পাল্টে গেছে তার।
নাজমা বেগম কাউন্সিলর হলেও অতীতকে ভুলে যাননি। এখনও তিনি তার চাকুরি জীবনের কথা এবং তার সেই প্রতিষ্ঠান তাকে নানা ভাবে সহযোগিতা করার সেই গল্প করেন।
সম্প্রতি পৌরসভার ৭ ও ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিক ভাবে মেয়র মজিবুর রহমান ও স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতায় পরিছন্নতার কাজের উদ্বোধন করা হয়েছে।










