গাইবান্ধা জেলা হাসপাতালের তিনটি কক্ষে তালা ভেঙ্গে চুরি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা হাসপাতালের অফিসের তিনটি কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
গেলরাতে জেলা হাসপাতালের দ্বিতীয় তলায় গ্রিলের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে চোর। পরে, অফিসের তিনটি কক্ষের তালা ভেঙে রুমগুলোতে থাকা ৯টি আলমারির গুরুত্বপূর্ণ কাগজ ও ফাইল পত্র তছনছ করে তারা। হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ মাহবুব হোসেন জানান, গতকাল তারা দাফতরিক কাজ শেষে অফিস কক্ষগুলো তালাবদ্ধ করে চলে যান। সকালে অফিস পিয়ন মুল ফটকের গ্রিল খুলে তালাভাঙ্গা ও ফাইলপত্র তছনছ দেখতে পান। আলমারিগুলোতে অফিস স্টাফদের সার্ভিস বই, ব্যাংকের চেক, ময়নাতদন্তসহ বিভিন্ন সনদ, নথিপত্র এবং টেন্ডারসহ হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ন ফাইল ও কাগজপত্র ছিল। পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।