গাইবান্ধায় শিশু অপহরন মামলায় অপহৃত ভিকটিমসহ এক আসামী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
গাইবান্ধায় শিশু অপহরন মামলায় অপহৃত ভিকটিমসহ জহুরুল ইসলাম নামে এক আসামীকে গ্রেফতার করেছে পিবিআই।
সকালে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন এই তথ্য জানান পুলিশ সুপার। তিনি বলেন, পলাশবাড়ি উপজেলায় বকরপুরে জমি নিয়ে বিরোধের জেরে, প্রতিপক্ষকে ফাসাতে ১২ সেপ্টেম্বর নিজ সন্তান আকাশকে অপহরন দেখিয়ে মামলা করেন শাহারুল মিয়া।পরবর্তীতে পিবিআই মামলাটির দায়িত্ব পেলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকা থেকে শিশু আকাশকে উদ্ধার করে। শিশুটির দেয়া তথ্য অনুযায়ী, চট্রগ্রাম বন্দর এলাকা থেকে জহুরুল নামে একজনকে গ্রেফতার করা হয়। প্রতিপক্ষকে ফাসাতে বাদি নিজ সন্তানকে লুকিয়ে রেখে এমন ঘটনা সাজান বলে দাবি করে পুলিশ।