গাইবান্ধায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য দুটি পাকা ঘর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য দুটি পাকা ঘর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকায় উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর অধীনে গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রামে দরিদ্র রবিদাস সম্প্রদায়ের দু’জনকে একটি করে নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়। গৃহ নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্ত্তী, সহকারি ভূমি কমিশনার মো. সিরাজুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান ও কুপতলা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম।