গাইবান্ধার, রাঙামাটির ও রাজশাহীতে আলাদা ঘটনায় চার’জন নিহত

- আপডেট সময় : ০৬:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ, রাঙামাটির কাপ্তাই ও রাজশাহীতে আলাদা ঘটনায় চার’জন নিহত হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে নুরুন্নবী নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানায়, প্রতিবেশী ইছাহাক আলীর ছেলে এজাদুল ইসলাম ও আশরাফুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল নূরুন্নবীর। এরই জেরে বিকেলে তাদের সাথে কথা কাটাকাটি হয় নুরুন্নবীর। পরে আশরাফুল এবং তার লোকজন নুরুন্নবী ও তার পরিবারের উপর হামলা করে। এতে নুরুন্নবী গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি মারা যান।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড়িদের আঞ্চলিক সংগঠন সন্তু লারমা সমর্ত পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির কালেক্টরকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম প্রিমেক্স চাকমা ওরফে পদ্মকুমার চাকমাকে। সকালে উপজেলার পাগলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, রাজশাহীতে সাত বছরের শিশুসন্তানের হাসুয়ার কোপে মারাত্মক জখম এক মা চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুবরণ করেছেন। সাত বছর বয়সী ছোট শিশু খেলছিল। এ সময় পাঁচ টাকার বায়না করে। কিন্তু টাকা না দিতে চাওয়ায় সে হঠাৎ করে মায়ের বুকে হাসুয়া দিয়ে কোপ দেয়। আশঙ্কাজনক অবস্থায় ফাতেমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।