গাইবান্ধায় সরিষা ও মধু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
- আপডেট সময় : ০২:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় বিস্তীর্ণ এলাকাজুড়ে সরিষা ও মধু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের শুরু জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকায় এ চাষে ঝুঁকছেন তরুণরাও। তবে, কৃষি বিভাগ বলছে, লক্ষ্যমাত্রার চেয়ে কয়েকগুন ফসল ফলানো সম্ভব হবে।
গাইবান্ধার বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে সরিষা ফুলের সমারোহ। মাঠের পর মাঠ জুড়ে হলুদের অপরুপ দৃশ্য। জেলা সদরের বিভিন্ন ক্ষেতও জুড়ে শত শত বাক্স বসিয়ে সংক্ষরহ করা হচ্ছে মধু। সাঘাটা, ফুলছড়ি , সদর, সাদুল্যাপুর সহ বিভিন্ন উপজেলায় মৌচাষ পদ্ধতি এখন ক্রমেই জনপ্রিয়া হচ্ছে। আগে, মৌ বাক্স স্থাপনে সরিষা ক্ষেতের ক্ষতি হওয়ার আশঙ্কা করলেও, কৃষি সম্প্রাসরন অধিদপ্তরের পরর্মাশে ভেঙেছে ভুল। বরং মৌ বাক্স স্থাপনের সরিষার ফলন ২০শতাংশ বেড়ে যাচ্ছে। এতে, লাভবান হচ্ছে চাষীরা।
স্থানীয়রা কৃষকরা জানান মৌ বাক্স স্থাপনে সরিয়ার ফলন ভালো ফলন হওয়ায়, তাদেরও সহযোগীতা করা হচ্ছে।
আর, জেলা কৃষি কর্মকতা জানান, গত বছর ১৬ হাজার ৫’শ ৫৪ হেক্টর জমিতে আর এবার ১৭ হাজার ১’শ ৯০হেক্টর জমিতে চাষ হয়েছে। এজন্য কৃষকদের পরার্মশসহ সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
ধানের পাশাপাশি উন্নত মানের সরিষা চাষ। একইসাথে, কৃষকদের পরামর্শ ও প্রণোদনার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে চর ও নিম্নাঞ্চলে, এমনটাই প্রত্যাশা সবার।



















