গাংনীতে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাংনী উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা গাংনী সরকারি ডিগ্রি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দিয়ে গাংনী বাসস্ট্যান্ডে পৌঁছায়। এসময় বিএনপি অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের তাড়া করে। এতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আবারও সংগঠিত হয়ে লাঠিসোটা নিয়ে বিএনপি অফিসে হামলা করে। ব্যানার ছিড়ে ভেঙ্গে দেয়া হয় বিএনপি অফিসের সাইনবোর্ড। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।