গরু ও মাছের খাবারের জন্য ইন্ডাষ্ট্রি করতে চাইলে একশো ভাগ কর মওকুফ করা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গরু ও মাছের খাবারের জন্য ইন্ডাষ্ট্রি করতে চাইলে একশো ভাগ কর মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
দুপুরে পিরোজপুরে জেলা মৎস্য দপ্তর, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে পিরোজপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের জেলা পর্যায়ের সেমিনারে তিনি এসব কথা বলেন। জেলা সর্কিট হাউজে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।