গমের আবাদ করে সফল কৃষক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে গমের আবাদ করে সফলতা পেয়েছে কৃষক। গেল কয়েক বছর ধরে ব্লাস্ট রোগের কারণে গমের আবাদ কম হয়েছে। এ বছর উন্নত জাতের গমের আবাদে ফলন হয়েছে বাম্পার। তাছাড়া বাজারে গমের দাম ভালো থাকায় খুশি চাষীরা।
ফরিদপুরে গত কয়েক বছর ধরে ব্লাষ্ট রোগের কারনে গমের আবাদ অনেকটা কমিয়ে দিয়েছিলেন কৃষকেরা। তবে এ বছর ব্লাষ্ট রোগ সহনশীল উন্নত জাতের গমের আবাদ করে সফলতা পেয়েছেন তারা। জেলায় বারী গম- ৩১,৩২,৩৩ ও ডাব্লিউ এম আর জাতের গম আবাদ করা হয়েছে। আর ফলনও হয়েছে বেশ ভালো। দীর্ঘদিন পরে রোগ প্রতিরোধ সম্পূর্ন উচ্চ ফলনীশীল জাতের গমের ফলনে খুশি কৃষক।
গম উৎপাদনে কৃষকদের মাঠ পর্যায়ে সব ধরনের পরামর্শ দেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
জেলায় এ বছর ১৯ হাজার ৫’শ৩৫ হেক্টর জমিতে গমের আবাদ করা হয়েছে। যা থেকে প্রায় ৬৮ হাজার মেট্রিক টন গম উৎপাদিত হবে।














