গবেষণা যেন আন্তর্জাতিক মানের এবং মানব কল্যাণে নিবেদিত হয়

- আপডেট সময় : ০৮:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
গবেষণা যেন আন্তর্জাতিক মানের এবং জীবনমুখী ও মানব কল্যাণে নিবেদিত হয়, সেদিকে নজর দেয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
দুপুরে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনের ভাষণে এ কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় তিনি আরো বলেন, উচ্চশিক্ষা ও গবেষণা ওতোপ্রোতভাবে জড়িত। একটি সফল গবেষণার মাধ্যমে উদ্ভাবিত জ্ঞান মানব জাতির বৃহত্তর কল্যাণ বয়ে আনতে পারে। চিকিৎসাসহ জীবন অনেক সহজ করতে পারে। তাই গবেষণার ফল যেন লাইব্রেরীতে বন্দি না থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগে– তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাফল্য জাতিকে যেমন অনুপ্রাণিত করে, তেমনি বিশ্ববিদ্যালয়ের অপ্রত্যাশিত ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষক যখন তাঁর মহান আদর্শ থেকে দূরে চলে যান, তখন শিক্ষার্থীদের মধ্যে তার নেতিবাচক প্রভাব পড়ে। সমাবর্তন অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ উদ্বোধন করেন।