গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৬০ জনসহ ৮ জেলায় ৯৩ করোনা রোগী শনাক্ত

- আপডেট সময় : ০৩:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৬০ জনসহ ৮ জেলায় ৯৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। অন্য জেলাগুলোর মধ্যে জামালপুরে ২২ জন, দিনাজপুরে ৫ জন, ময়মনসিংহে ২ জন এবং গোপালগঞ্জ, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও নেত্রকোনায় একজন করে করোনা রোগী রয়েছে।
চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ করোনা ভাইরাসে আক্রান্ত ৬০ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে ২ জন শনাক্ত হওয়ার আগেই মৃত্যু বরণ করেছেন। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি।
জামালপুরে একদিনেই রেকর্ড ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক, ৫ নার্সসহ ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। জেলায় মোট আক্রান্ত ১০৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় নতুন আরো ৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে জেলাশহরের চাউলিয়াপট্টিতে ১ জন,চিরিরবন্দর ও বোচাগঞ্জ উপজেলায় একজন করে এবং ঘোড়াঘাটে দুই শিশু রয়েছে।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৮৮ জনের করোনা শনাক্ত হলো।
গোপালগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পঞ্চগড় জেলা কারাগারের এক বন্দী করোনা আক্রান্ত হয়েছে। কারাগারের একটি ওয়ার্ড লকডাউন করেছে কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে ৪ জন কারারক্ষী, জেলা পুলিশের ২ জন সদস্য, পঞ্চগড় সদর হাসপাতালের ১ জন নার্স, ১ জন ওয়ার্ডবয়সহ ১০ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ছেন।
নেত্রকোনায় আরো একজনের করোনা শনাক্ত করা হয়েছে।