গত ২৪ ঘণ্টায় করোনায় সারাদেশে মারা গেছেন আরও ৭০ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্ত বেড়েছে। করোনায় মারা গেছেন আরও ৭০ জন। যা গতকালের চেয়ে ৯ জন বেশি।একইভাবে ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৪৩০ জন শনাক্ত হয়েছেন। গতকাল এক হাজার ৭৪৩ জনের শনাক্ত হবার কথা জানিয়েছিল অধিদফতর।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ ও উপসর্গে অপর ৪ জন মারা যান।
২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে ৬ জনের। এরমধ্যে করোনা আক্রান্তে ২ এবং করোনার উপসর্গ নিয়ে মারা যান ৪ জন।
এছাড়া দিনাজপুরে ২ , পটুয়াখালীতে ২ ও সাতক্ষীরায় দুইজন ও কুমিল্লায় ১ জনের মৃত্যু হয়েছে।