গত দু’বছরে গম আমদানী হলেও সরকারের চাল আমদানির প্রয়োজন হয়নি: খাদ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
গত দু’বছরে গম আমদানী হলেও সরকারের চাল আমদানির প্রয়োজন হয়নি। এ মৌসুমেও আমদানির প্রয়োজন হবে না। ভবিষ্যতে উদ্বৃত্ত চাল রপ্তানি করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী আরও বলেন, কৃষি প্রণোদনা সরকারের পরিকল্পিত ও সময়োপযোগী পদক্ষেপ। কৃষি প্রণোদনা এবং ভর্তূকি দিয়ে কৃষকের পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রী ১২শ ১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।
























