গত কয়েক সপ্তাহ যাবৎ মশার উৎপাত বেড়েছে খুলনা নগরীতে

- আপডেট সময় : ০৫:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পানি নিষ্কাশনের জন্য খুলনা নগরীজুড়ে চলছে ড্রেন সংস্কার কাজ। বন্ধ রয়েছে প্রায় ৭০ শতাংশ ড্রেন। পানি যথাসময়ে নিষ্কাশন না হওয়ায় নোংরা পানি মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। তবে মশা নিয়ন্ত্রণে কার্যকরী ঔষধ প্রয়োগসহ নিয়মিত কার্যক্রম চালানোর কথা জানায় সিটি করপোরেশন।
গত কয়েক সপ্তাহ যাবৎ হঠাৎ করেই মশার উৎপাত বেড়েছে খুলনা নগরীতে। আগে মশার উপদ্রব রাতে থাকলেও এখন দিনের বেলাতেও মশার যন্ত্রণায় অতিষ্ট নগরবাসী।
সিটি করপোরেশন ওষুধ ছিটালেও মশা মরে না। তাই কার্যকর ওষুধ প্রয়োগ জরুরি বলেও মত দিয়েছেন নগরবাসী।
নাগরিক সংগঠন গুলির অভিযোগ,ড্রেন অপরিষ্কার রাখা, মশার উপত্তির স্থলে সঠিকভাবে ওষুধ ব্যবহার না করা এবং নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়ার কারণেই নগরীতে মশার উপদ্রব বাড়ছে।
কেসিসির কঞ্জারভেন্সি শাখা দাবী মশা নিধনে, ঔষধের সংকট নেই ।মশন নিধনে নিয়মিত কার্যক্রম পরিচালনাও করছেন তারা।
তবে নগরবাসীর সহযোগিতা ছাড়া মশা নিয়ন্ত্রন সম্ভব নয় বলছেন কেসিসি।