গতকাল রাত ১১ টার দিকে খালেদা জিয়াকে কেবিনে আনা হয়

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৮০৪ বার পড়া হয়েছে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট থেকে আবারও কেবিনে নেয়া হয়েছে। গতকাল রাত ১১ টার দিকে তাকে কেবিনে আনা হয়।
এর আগে, রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। সেখানে তার ফুসফুসে জমা ফ্লুইড অপসারণসহ বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রায় আড়াই ঘণ্টা পর কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা আবারও বলেছেন, তার লিভারের অবস্থা ভালো না, দ্রুত ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। শরীরে ওষুধ কাজ করছে না। এখন খালেদা জিয়ার যে চিকিৎসা দরকার, তা দেশে সম্ভব নয় বলে আরো আগেই জানিয়েছেন চিকিৎসকরা।