গণহত্যার অভিযোগে সন্তু লারমা’র বিচার দাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রামে গণহত্যার অভিযোগে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেএসএস সভাপতি সন্তু লারমাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটির লংগদু উপজেলার পাকুয়াখালিতে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ৩৫ কাঠুরিয়া গণহত্যা দিবস উপলক্ষে শোক সভা, দোয়া মাহফিলে বক্তারা এ দাবি জানান। সকালে রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমিতির হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে শোক সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা সচিব আলমগীর কবির। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে সভায় বক্ততা ২৪ বছর পরও পাকুয়াখালী গণহত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়ে বিচারের দাবি করেন।