গণমাধ্যম কর্মী এবং সম্প্রচার আইন নিয়ে মন্ত্রণালয় কাজ করছে: তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৭১৭ বার পড়া হয়েছে
গণমাধ্যম কর্মী এবং সম্প্রচার আইন নিয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। এছাড়া গণমাধ্যম কর্মী আইন খুব তাড়াতাড়ি মন্ত্রিসভায়ও তোলা হবে বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, সম্প্রচার আইন নিয়েও কাজ করছে সরকার। সংসদে পাস হবার পর খুব শিগগিরই এর সুফল মিলবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে তিনি আরও জানান, এখন থেকে বিদেশী শিল্পীদের নিয়ে কাজ করতে গেলে কয়েকগুণ বেশি কর দিতে হবে। এতে দেশীয় শিল্পীদের সুরক্ষা দেয়া সম্ভব হবে বলেও জানান হাছান মাহমুদ।