গণভোট সম্পর্কে খুব বেশি অবগত নন শেরপুরের প্রান্তিক মানুষ
- আপডেট সময় : ০৬:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ভোটের দিনক্ষণ শুরু হয়ে গেছে। এবার ভোটাররা সংসদ সদস্য বাছাঁইয়ের পাশাপাশি রায় দেবেন গণভোটেও।ভোটের দিনে হ্যাঁ বা না ভোট-ই ভাগ্য নির্ধারণ হবে জুলাই সনদে থাকা প্রস্তাবগুলোর। তবে এই গণভোট সম্পর্কে খুব বেশি অবগত নন শেরপুরের প্রান্তিক মানুষ।
দেশের সীমান্তবর্তী জেলা শেরপুর। শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলাসহ নকলা ও শেরপুরের সদরের প্রান্তিক গ্রামের বেশিরভাগ মানুষের নেই গণভোটের স্পষ্ট ধারণা। ঢিলেঢালা প্রচারণা চললেও তা একেবারেই নগণ্য বলছেন তারা।
তবে রাজনৈতিক দলের নেতারা নিজ দলের ভোটের পাশাপাশি গণভোটেরও প্রচারণা করছেন।
এদিকে, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে নিয়মিত প্রচার প্রচারণা, উঠান বৈঠক ও ভিডিও ক্যাম্পেইনের মাধ্যমে গণভোটের বিষয়ে জানানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
আর দ্রুতই ধোঁয়াশা কেটে যাবে; আশা জেলা নির্বাচন কর্মকর্তার।
এ নির্বাচনে জেলার তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৩ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৪৫ হাজার ৩২৪ জন ও নারী ভোটার ৬ লাখ ৫৮ হাজার ৫৬০ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১৫ জন।





















